অংকুর বৃত্তি-২০২২
চেয়ারম্যানের বাণী
সম্মানিত অভিভাবক/শিক্ষকমণ্ডলী
আসসালামু আলাইকুম
আমরা জাতি হিসেবে বেশ সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল। আমাদের কাছে একটি ঐতিহ্যময় ইতিহাস যা আমাদেরকে বিশ্ব দরবারে উচ্চ আসনে সমাসীন করেছে। বিশ্ব পরিমণ্ডলে আমরা পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি যা আমাদের জাতিস্বত্তাকে আরো অলংকৃত ও সমুজ্জ্বল করেছে। আমাদের জাতিসত্ত্বা ও স্বকীয়তাকে অক্ষুণ্ণ রাখতে দু০দুবার স্বাধীনতাও লাভ করেছি। কিন্তু বৃটিশ বেনিয়াদের বেঁধে দেওয়া শিক্ষাব্যবস্থা থেকে পারিনি নিজেদের স্বাধীন করতে, দু-একবার চেষ্টা অবশ্য হয়েছিল। কিন্তু অন্ধকার আরো প্রগাঢ় হওয়ায় তা সফলতার মুখ দেখেনি। ফলে জাতিও পায়নি শিক্ষার সঠিক আলো। প্রকৃতপক্ষে শিক্ষার মূল উদ্দেশ্য হল মনুষ্যত্বের পূর্ণ বিকাশ সাধন। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় তা হয়েছে উপেক্ষিত। আমাদের শিক্ষা ব্যবস্থা যে স্বপ্নীল মানুষ তৈরির কথা ছিল তা পারেনি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রীধারী অসামান্য মেধার অধিকারীরাও জড়িয়ে যাচ্ছে দুর্নীতির সাথে। আর এ মেধাবীরাই যদি দুর্নীতি করে তাহলে দেশটাকে বাঁচাবে কারা? এসব গাঢ় তমাসাচ্ছন্ন আশাহীনতার মূল কারণ হল অস্বচ্ছ সিলেবাস, বাণিজ্য নির্ভর ও নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থা। ক্রমবর্ধমান পাশের হার সত্ত্বেও গন্তব্যহীন শিক্ষা ব্যবস্থা বিশ্বমানচিত্রে আমাদেরকে যোগ্যদের কাতারে দাঁড়াতে দেয়নি।
শিক্ষা সংকট মেধা ও গুণীর অবমূল্যায়নের সন্ধিক্ষণে প্রতিকূলতাকে জয় করে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মেধা ও মনণের বিকাশে এবং নৈতিক উৎকর্ষতা সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় “অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম”। প্রতিষ্ঠাকাল থেকেই মেধাবী সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, মেধা যাচাই, শিক্ষা সফর, ক্রীড়া অনুষ্ঠান, Word Power Competition, Talent Search, দেয়ালিকা প্রকাশসহ নানামুখী গঠনমূলক কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করে আসছে। এছাড়াও অংকুর স্কুল ভর্তি সহায়িকা, JSC ও PECE সাজেশান ছাত্র-ছাত্রীদের পাঠোন্নতির ব্যাপারে দিচ্ছে সঠিক দিক নির্দেশনা। এরই অন্যতম ধারাবাহিক সৃজনশীল কার্যক্রম হল অংকুর বৃত্তি প্রকল্প। ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত অংকুর বৃত্তি পরীক্ষা ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে ব্যাপক উৎসাহ যোগাচ্ছে। বিগত পরীক্ষাগুলোতে ছাত্র-ছাত্রীদের আশাতীত অংশগ্রহণ এবং সম্মানিত শিক্ষক, অভিভাবক ও সুধী জনের অকৃত্রিম সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে অংকুর বৃত্তির পরিধিকে আরো অধিক বিস্তৃত করে পুরো চট্টগ্রামে ছড়িয়ে দিতে পেরেছে। এক্ষেত্রে সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকা মণ্ডলীর প্রতিনিয়ত সহযোগিতা আমাদের অনুপ্রেরণার একমাত্র উৎস।
তাই ২০২২ সালের বৃত্তি প্রকল্প বাস্তবায়নেও আমরা সকলের সার্বিক পরামর্শ ও আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।
প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী
চেয়ারম্যান
সাবেক অধ্যক্ষ,
রামগড় সরকারি কলেজ, খাগড়াছড়ি।